।।সারাবেলা প্রতিবেদন, ঢাকা।।
ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেনের সীমা বাড়ছে ১০ সেপ্টেম্বর বৃহষ্পতিবার থেকে।এ বিষয়ে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে একটি সার্কুলার পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
১০ সেপ্টেম্বর থেকে একজন গ্রাহক প্রতিদিন পাঁচ লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। একবার সর্বোচ্চ এক লাখ টাকা লেনদেন করতে পারবেন। দৈনিক মোট ১০টি লেনদেন করা যাবে। এতোদিন গ্রাহক দৈনিক সর্বোচ্চ পাঁচটি লেনদেন করতে পারতেন। প্রতিবারে সর্বোচ্চ ৫০ হাজার টাকা করে মোট দুই লাখ টাকা পর্যন্ত লেনদেন করা যেত।
একইভাবে প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিদিন দশ লাখ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে। প্রতিবার লেনদেন করা যাবে সর্বোচ্চ দুই লাখ টাকা। দৈনিক মোট ২০টি লেনদেন করা যাবে। এতোদিন প্রতিষ্ঠানের ক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত লেনদেন করা যেত। প্রতিবার এক লাখ টাকা করে মোট ১০টি লেনদেন করা যেত।