|| সারাবেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ ||
বালি উত্তোলন, মাটি কাটা, তিনফসলি জমি রক্ষা ও ইটভাটা বন্ধ চান মুন্সীগঞ্জের সিরাজদিখানের মানুষ। মাটিখেকোদের বাধার মধ্যেই তারা মানববন্ধন করেছে সোমবার ১৫ই ফেব্রুয়ারি বেলা ১১টায়। জেলার সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ঘন্টাজুড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ক্ষতিগ্রস্ত জমিমালিকরাসহ হাজারেরও বেশী মানুষ অংশ নেন।
![](https://i0.wp.com/sangbadsarabela.com/wp-content/uploads/2021/02/Pic-2-Munshiganj-15.02-300x179.jpg?resize=1200%2C716&ssl=1)
ক্ষুব্ধ মানুষগুলো বলেন, কৃষিজমি থেকে স্থানীয় ভূমিদস্যু ও মাটিদস্যুরা খিদিরপুর, চন্ডিবর্দ্দি, নয়াগাও বাজার, রামকৃষ্ণদি, কংশপুরাসহ বিভিন্ন গ্রামের মাটি প্রকাশ্যে কেটে নিয়ে যাচ্ছে। তারা ভেকু দিয়ে জোর করে কৃষিজমির মাটি কেটে তা ইটভাটায় বিক্রি করছে। ফলে তিনফসলি কৃষিজমি দিনে দিনে হারিয়ে যাচ্ছে।
![](https://i0.wp.com/sangbadsarabela.com/wp-content/uploads/2021/02/Pic-3-Munshiganj-15.02-300x185.jpg?resize=1200%2C740&ssl=1)
![](https://i0.wp.com/sangbadsarabela.com/wp-content/uploads/2021/02/Pic-3-Munshiganj-15.02-300x185.jpg?resize=1200%2C740&ssl=1)
![](https://i0.wp.com/sangbadsarabela.com/wp-content/uploads/2021/02/Pic-3-Munshiganj-15.02-300x185.jpg?resize=1200%2C740&ssl=1)
অবৈধ ও পরিবেশবিরুদ্ধ এই অপতৎপরতা চলে আসছে গেলো প্রায় ১০ বছর ধরে। এতে হুমকিতে পড়েছে জাতীয় গ্রীডের বিদ্যুতের টাওয়ার, পল্লী বিদ্যুতের খুঁটিসহ হুমকিতে পড়েছে বসতবাড়ী ধুলাবালিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। মাটিকাটার বন্ধের বিষয়ে প্রশাসনের কর্তাব্যক্তিদের একাধিকবার জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। কেউ বাধা দিলে তারা প্রাননাশের হুমকিসহ নানা ধরনের ভয়ভীতি দেখাচ্ছে মাটিখেকোরা।